আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

অবৈধ পশুর হাট নিয়ে মেয়র আরিফের ক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১১ ১৩:৩০:৪৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীতে বসানো অবৈধ পশুর হাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর শাহী ঈদগাহ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মেয়র আরিফ বলেন, ‘সিলেট নগরীতে সিটি করপোরেশন দুটি হাটের অনুমোদন দিয়েছে। এর বাইরে যতো হাট আছে, সব অবৈধ। এই অবৈধ হাটের ময়লা-আবর্জনাও আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘সিসিক জেলা প্রশাসনের কাছে নগরীতে ৯টি হাটের জন্য অনুমতি চেয়েছিল। কিন্তু জেলা প্রশাসন মাত্র ২টি হাটের অনুমোদন দেয়।’

আরিফুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর না হওয়ায় এবার নগরীতে অবৈধ হাটের ছড়াছড়ি।’

কোরবানির বর্জ্য অপসারণ নিয়েও কথা বলেছেন মেয়র। তিনি বলেন, ‘ঈদের দিন দুপুর ১২টার পর থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু হয়ে যাবে। সন্ধ্যার আগেই অপসারণের চেষ্টা থাকবে আমাদের।’

তবে ‘সন্ধ্যার আগেই বর্জ্য অপসারণের’ বিষয়টি ব্যাখ্যা করে সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান বলেন, ‘বর্জ্য অপসারণের কয়েকটি ধাপ আছে। কোরবানির পর পশুর রক্ত সন্ধ্যার আগেই অপসারণ করা সম্ভব হবে। তবে বিকেল থেকে চামড়ার যে বাজার বসবে, সেগুলোর বর্জ্য অপসারণ করতে ২৪ ঘন্টা লাগবে।’

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ আগস্ট ২০১৯/শাদিআচৌ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন