আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

হাটের বর্জ্য পরিষ্কার, চলছে কোরবানীর বর্জ্য অপসারণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১২ ১৬:৩৯:১৭

নিজস্ব প্রতিবেদক :: নগরীতে সোমবার ফজরের পর থেকেই কোরবানীর পশুর হাটের বর্জ্য পরিস্কারে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। বিকালের মধ্যেই হাট সংলগ্ন এলাকাগুলো ও বিভিন্ন রাস্তায় পড়ে থাকা বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। এখন চলছে কোরবানীর বর্জ্য পরিস্কার অভিযান।

এমন তথ্য জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা মো. হানিফুর রহমান।

তিনি আরো জানান, ঈদের দিন ভোর থেকেই হাটের বর্জ্য অপসারণ শুরু করায় বিকালের মধ্যে তা শেষ পর্যায়ে চলে এসেছে। একই সাথে এখন চলছে কোরবানীর বর্জ্য পরিস্কারের কাজ। অন্যান্য বারের মতো এবারো ২৪ ঘন্টার মধ্যে সকল বর্জ্য পরিস্কার সম্ভব হবে বলে জানান তিনি।

এদিকে, সিসিকের নিয়মিত ৫৫০ জন পরিচ্ছন্নতা কর্মীর সাথে আরো ৬৫০ জন কর্মী কোরবানীর বর্জ্য অপসারণে কাজ করছে। বর্জ্য অপসারণে ৫০টি ট্রাক এবং পানিবাহী ১০টি যান রয়েছে বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৯/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন