আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

নির্ধারিত স্থানে কোরবানীতে সাড়া নেই নগরবাসীর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১২ ১৬:৫৫:৫৯

নিজস্ব প্রতিবেদক :: এবারো সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে পশু কোরবানীতে সাড়া নেই সিলেট নগরবাসীর। বাড়ির আঙিনা কিংবা বাসার সামনের রাস্তায়ই কোরবানী দিতে স্বাচ্ছন্দ বোধ করেন তারা। আর যত্রতত্র কোরবানী দেয়ার ফলে বর্জ্য পরিস্কারেও হিমশিম খেতে হয় সিসিকের।

স্থানীয় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এবার সপ্তাহখানেক আগে থেকেই পশু কোরবানীর জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ৩০টি স্থান নির্ধারণ করে দিয়েছিল সিটি কর্পোরেশন। কিন্তু তবুও তাতে সাড়া মেলেনি নগরবাসীর। সবমিলিয়ে দুই থেকে আড়াইশ পশু কোরবানী হয়েছে এই নির্ধারিত স্থানে। কোন কোন ওয়ার্ডে এমনও আছে নির্ধারিত স্থানে একটিও কোরবানী হয়নি।

এ ব্যপারে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা রুহুল আলম বলেন, গড়ে নির্ধারিত স্থানগুলোতে ৭-৮টি কোরবানী হয়েছে। এবারো নির্ধারিত স্থানে কোরবানীতে নগরবাসীর সাড়া মিলেনি।

নগরীর ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ কে লায়েক বলেন, তার ওয়ার্ডে নির্ধারিত স্থানে ১১টি গরু কোরবানী দেয়া হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৯/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন