Sylhet View 24 PRINT

নির্ধারিত সময়ের আগেই শেষ সিসিকের বর্জ্য অপসারণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৩ ১১:৫৭:১০

নিজস্ব প্রতিবেদক :: গত কয়েক বছরের মতো এবারে নির্ধারিত সময়ের মধ্যেই নগরীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছে সিলেট সিটি কর্পোরেশন।

টার্গেট অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যেই পুরো নগরের বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্নস্থান কোরবানির বর্জ্য ও চামড়ার বর্জ্য অপসারণ কাজ সোমবার দিবাগত মধ্যরাতের মধ্যেই শেষ হয়।


এরআগে সোমবার বিকালের দিকে কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ শেষ হয়। এরপর শুরু হয় কোরবানির বর্জ্য অপসারণ।

সিলেট সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা মো. হানিফুর রহমান জানান, মধ্যরাতেই কোরবানির বর্জ্য অপসারণ কাজ শেষ হয়েছে। তবুও সিসিকের পরিচ্ছন্নতা কর্মী ও গাড়ি নগরীতে টহলে রয়েছে৷ কোন যায়গায় আবর্জনা দেখলে সাথে সাথে তারা পরিস্কার করবে।

তিনি আরও জানান, সিসিকের নিয়মিত ৫৫০ জন পরিচ্ছন্নতা কর্মীর সাথে আরো ৬৫০ জন কর্মী কোরবানীর বর্জ্য অপসারণে কাজ করছে। বর্জ্য অপসারণে ৫০টি ট্রাক এবং পানিবাহী ১০টি যান রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৯/ডিজেএস/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.