Sylhet View 24 PRINT

হরিপুরে সালেহ আহমদের উপর হামলাকারী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৪ ১৫:৪৪:২৯

সিলেট :: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বালিপাড়া গ্রামের সালেহ আহমদ আকরামের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার হরিপুর বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা আওয়ামী লীগ নেতা ও হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির  উদ্দিন।
 
মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনেরা অবিলম্বে সালেহ আহমদ আকরামের উপর হামলাকারী চিহিৃত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনকে অনুরোধ জানান। অন্যতায় যে কোন পরিস্থিতির জন্য প্রশাসকেই দায়ভার বহন করতে হবে বলে হুশিয়ারি দেন তারা। 

মানববন্ধনে উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান (মেম), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, আমির উদ্দিন, মতিন মেম্বার, রকিব মেম্বার, হাজী আব্দুল হামিদ, সাইদুল ইসলাম, আমির উদ্দিন, মাহমদ আলী, ফরজুল, রশিদ, মাহতাব, ইউনুস আলী, ছাত্রলীগ নেতা রুবেল শরিফ, ছামির আহমদ, মারুফ আহমদ, ময়না মিয়া, ছাত্রদল নেতা জামিল আহমদ, গোলাম কিবরিয়া, সেলীম আহমদ, সয়ফুল আলম, লিটন, আব্দুর রহমান, আহমদ সৈকত (মনির) প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে হযরত শাহ আহমদ আলী (রহ.) সমবায় সমিতি বালিপাড়া ও এলাকার মুরব্বী, তরুণ, যুবসমাজ ছাত্রসমাজ সহ সর্বস্থরের হাজারো মানুষ অংশ নেন।

উল্লেখ্য,  গত ৮ আগষ্ট বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় স্থানিয় চিহিৃত সন্ত্রাসী নঈমুল্লা গং সহ আসামীরা হত্যার উদ্দেশ্যে সালেহ আহমদ আকরামের উপর অতর্কিত হামলা চালায়। দা’র এলোপাতাড়ি কুপে সালেহ আহমদ চিৎকার করলে স্থানিয় এলাকার লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। সালেহ আহমদকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ আগস্ট ২০১৯/ প্রেবি/ জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.