Sylhet View 24 PRINT

শাহজালাল সেতুর নিচে পরিবেশ দূষন, ইউএনও বরাবরে অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৪ ১৯:২৪:৩৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলীর শাহজালাল ৩য় সেতুর নিচে খাস জমিতে পাথর ডাম্পিং ও ক্রাসার মেশিন স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষন ও নদী ভাঙ্গনের বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া মমতাজের কাছে বুধবার অভিযোগ দেয়া হয়েছে।

সদর উপজেলার অনন্তপুর, বানোয়ালি, পূর্বদশা, পশ্চিম দশা, সুজাতপুর, বাছিতপুর, পাইকারগাও ও খানুয়া গ্রামবাসীর পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয় এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি শাহজালাল ৩য় সেতুর নিচে খাস জমিতে পাথর ডাম্পিং ও ক্রাসার মেশিন স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষন করছেন এবং এতে নদী ভাঙ্গনের আশংকা দেখা দিয়েছে। একই সাথে এ দূষনের ফলে ৫০গজ দুরে একটি শিশু বিদ্যালয়ে শিশুদের পড়ালেখায়ও বিঘ্ন ঘটছে। এছাড়া এ কাজের ফলে সেতুর লিংক রোড দিয়ে বড় বড় ট্রাক যাতায়াত করায় রাস্তারও ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান গ্রামবাসী।

সিলেটভিউ২৪ডটকম/১৪ আগস্ট ২০১৯/এএইচ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.