Sylhet View 24 PRINT

দেশ থেকে সামাজিক মূল্যবোধের অভাব দূর করতে হবে: পরিবেশ মন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৭ ২৩:২১:১৯

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা  :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য দূর করতে হবে। দীর্ঘদিন দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের দরিদ্র মানুষকে সহযোগিতা করছে। দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন।’

পরিবেশ মন্ত্রী বলেন, ‘বর্তমানে আদর্শ শিক্ষক ও ছাত্রের অভাব রয়েছে। সামাজিক মূল্যবোধের অভাব দূর করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি চক্র পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে বলে গুজব সৃষ্টি করেছে। যা সঠিক না। মানুষকে বিভ্রান্ত করতে এসব প্রচারণা চালানো হয়েছে। মানুষকে গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। মাদক নির্মূল ও বাল্যবিয়ে বন্ধ করতে হবে। জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে। জঙ্গিবাদ বিভিন্ন রাষ্ট্রকে ধংস করে দিচ্ছে। জঙ্গিবাদের ব্যাপারে কোনো আপস নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছেন।’

শনিবার (১৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন।

দাসেরবাজার আলী কমিউনিটি সেন্টারে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, ‘সব মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে। মানুষকে মর্যাদা দিতে হবে। কিছু মানুষ পিছিয়ে আছে। তারা আসলে বংশানুক্রমে দারিদ্র্যসীমার নিচে রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। রাজনৈতিক কাঠামো যদি মজবুত না থাকে, তাহলে উন্নয়নকে বেশি দূর এগিয়ে নেওয়া যাবে না। এক্ষেত্রে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে।’ তিনি আরো বলেন, ‘যারা ধনী, তারা ধনী থাকবে। যারা দরিদ্র, তারা দরিদ্র থাকবে এটা কাম্য নয়। আমরা নিজেদের স্বার্থ চাইবো। তবে অন্যের ক্ষতি করে নয়। উন্নয়নের মহাসড়কে টিকে থাকতে হলে তৃণমূল পর্যায় থেকে সামাজিক ব্যাধি দূর করতে হবে। যেমন, মাদক, বাল্যবিয়ে এগুলো দূর করতে হবে। এগুলো সমৃদ্ধির পথে বাধার সৃষ্টি করে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ্ বিন সামসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীমউদ্দীন, প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক প্রমুখ।

এসময় বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, দাসেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কমর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১৭ আগস্ট ২০১৯/ লাভলু/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.