Sylhet View 24 PRINT

আলো জ্বলে না আম্বরখানা-বিমানবন্দর সড়কে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৮ ০১:১৩:৪১

ইদ্রিছ আলী :: সিলেট নগরীর আম্বরখানা থেকে খাসদবির হয়ে বিমানবন্দরে গেছে একটি সড়ক। এটিকে বলা হয় সিলেটের ভিআইপি রোড। কিন্তু দীর্ঘদিন থেকেই বিমানবন্দর-আম্বরখানা ভিআইপি সড়কের বেশিরভাগ লাইটপোস্টের বাতি নষ্ট।

ফলে সমস্যায় পড়তে হয় এ সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন ও পথচারীকে। সড়ক দিয়ে রাতে যাতায়াত করতে গাড়ির হেডলাইটের আলোই একমাত্র ভরসা।

শনিবার রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে এই সড়কের অর্ধেক সড়ক বাতিই নষ্ট। রাস্তার দুপাশে চা বাগান আর সরু রাস্তা থাকায় অন্ধকারের কারণে যাতায়াতকারীরা পড়তে পারেন দুর্ঘটনায়। এই সড়কের সড়ক বাতি নষ্ট হওয়ায় সমস্যায় পড়ছেন বিদেশী যাত্রীরাও।

স্থানীয় বিলাল নামের এক ব্যক্তি বলেন, আম্বরখানা-বিমানবন্দর রোড দিয়ে গাড়ির হেডলাইটই ভরসা। এভাবে চলতে থাকলে এ রাস্তায় ঘটতে পারে ছিনতাই বা ডাকাতির মতো ঘটনা।

এ ব্যপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, চৌকিদেখির পর থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকা আমাদের আওতায় না, তবু আমরা এই সড়কে বাতি দিয়ে যাচ্ছি।

বিষয়টির ব্যপারে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা নুর মজিদকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

সিলেটভিউ২৪ডটকম/১৮ আগস্ট ২০১৯/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.