আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেট নগরীর জিন্দাবাজার থেকে ৬টি বিষধর সাপ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৯ ১৮:০৮:১১

সিলেট :: সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার থেকে ২টি গোখরাসহ ৬টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ আগষ্ট) সকালে নগরীর জিন্দাবাজার কাষ্টম অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে দেশের প্রখ্যাত সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালীসহ ৭ সদস্যের একদল সাপুড়ে এই সাপগুলো ধরতে সক্ষম হন। 

সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, গত কিছু দিন থেকে নগরীর জিন্দাবাজার কাষ্টম অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকার সড়ক সম্প্রসারণ ও উন্নয়ণ কাজ করতে গিয়ে শ্রমিকরা সাপের উপদ্রব আচঁ করতে পেরে আমাকে জানান। সোমবার সকালে তিনি সাপুড়ে ডেকে সাপগুলো উদ্ধার করেন। 

সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেকগুলো বিষধর সাপ আছে এখানে। পরে ২টি বিষধর গোখরা সাপ সহ ৬টি  সাপ উদ্ধার করা সম্ভব হয়।” তবে এখানে গোখরা সহ আরো বিষধর সাপ রয়েছে বলেও ধারনা করছে সাপুড়েরা।

এসময় সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 



সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন