আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৯ ১৮:১২:০২

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার কমিটি গঠন করা হয়েছে।

এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

সোমবার (১৯ অগাস্ট) একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

এদিকে গত  একাডেমিক কাউন্সিলের এক সভায় ভর্তি পরীক্ষার তারিখ  ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ভর্তি পরীক্ষা আগের নিয়মে অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে সমন্বিত ভর্তি পরীক্ষায় শাবি অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এছাড়া সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আগামী বছর এমসিকিউ’র পাশাপাশি লিখিত পরীক্ষা হওয়ারও সম্ভাবনা রয়েছে।



সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৯/এএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন