Sylhet View 24 PRINT

শিলংয়ে সীমান্ত সম্মেলন, সিলেট থেকে গেল প্রতিনিধি দল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৯ ১৯:৫৮:৫৭

মো. হানিফ, জৈন্তাপুর প্রতিনিধি :: বাংলাদেশ ও ভারতের অভিন্ন সীমান্ত সমস্যা নিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্য মেঘালয়ের শিলং শহরে বাংলাদেশ-ভারত ডিসি-ডিএম পর্যায়ে সীমান্ত সম্মেলন হবে আগামীকাল মঙ্গলবার। এ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে ভারতে গেছেন সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, বিজিবি, পানি উন্নয়ন বোর্ড, কাস্টমস ও নারকোটিকস বিভাগের ৫২ জন কর্মকর্তা।

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের নেতৃত্বে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেটের তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারতের ডাউকি চেকপোস্ট দিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ ও শেরপুর জেলার জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার শিলংয়ে বাংলাদেশ ও ভারতের অভিন্ন সীমান্ত সমস্যা নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির জানান, সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক ও গরু পাচার, চোরাচালান বন্ধ, সীমান্ত হাট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দ্বি-পাক্ষিক ব্যবসার সম্প্রসারণ, পর্যটন, সাহিত্যসহ অভিন্ন বিষয়ে আলোচনা হবে।

অপরদিকে বেশকিছু সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন (পিপিএম)। সম্মেলন শেষে আগামী বুধবার বাংলাদেশ প্রতিনিধি দলটি তামাবিল দিয়ে দেশে ফিরবে।

এদিকে, বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে সিলেট জেলার আছেন ৮ জন। এঁরা হলেন- জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন (পিপিএম), ৪৮ বিজিবি সিলেটের সিও লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম, সড়ক ও  জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া ফেরদৌস, নারকোটিকস বিভাগের অতিরিক্ত পরিচালক মলয় ভুষণ চক্রবর্তী।

সুনামগঞ্জ জেলার প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৮ বিজিবি সুনামগঞ্জের সিও লে. কর্ণেল মো. মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মকলেছুর রহমান, বিশম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার সমির বিশ্বাস, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।

নেত্রকোণার ৬ সদস্যের টিমে রয়েছেন- জেলা প্রশাসক ময়েনুল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনশি, ৩১ বিজিবি নেত্রকোনার পরিচালক লে. কর্ণেল মো. শাহজাহান সিরাজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, ইউএনও কলমাকান্দা মো. জাকির হোসেন, দূর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার ফারজানা খানম।

ময়মনসিংহের ৮ সদস্যের টিমে রয়েছেন- জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ৩৯ বিজিবি ময়মনসিংহের পরিচালক লে. কর্ণেল শহীদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মাদ শের মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসাক, হালুয়াঘাট উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম, ধোবাউরা উপজেলার নির্বাহী অফিসার রফিকুজ্জামান, নারকোটিকস বিভাগের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা।

শেরপুরের প্রতিনিধিরা হলেন- জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম এহসানুল মামুন, ঝিনাইগাতি উপজেলার নির্বাহী অফিসার রুবেল মাহমুূদ, সাব ডিভিশনাল প্রকৌশলী মাজহারুল ইসলাম, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান।

জামালপুর জেলার প্রতিনিধি দলে আছেন- জেলা প্রশাসক আহমেদ কবির, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল মাহমুদ, দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, নারকোটিকস বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ নেওয়াজ।

কুড়িগ্রামের ৮ সদস্যের টিমে রয়েছেন- জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিজিবি’র ১৫ ব্যাটালিয়নের সিও লে. কর্ণেল মো. আনোয়ারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, রাজিবপুরের উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নারকোটিকস বিভাগের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন ও রৌমারী কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট সার্কেলের সহকারি রাজস্ব কর্মকর্তা আফতারুল ইসলাম ও ঢাকা বিভাগের ভূমি রেকর্ড এর কানুনগো মো. আব্দুল কাদের।

অপরদিকে মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট জৈন্তিয়া হিলস, ইস্ট খাসি হিলস, ওয়েস্ট খাসি হিলস, ইস্ট গারো হিলস ও ওয়েস্ট গারো হিলস ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারগণ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, পুলিশ সুপারসহ মেঘালয় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ঊচ্চপর্যায়ের কর্মকর্তাগণ দ্বি-পাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে ইস্ট খাসি হিলস (শিলং) এর ডেপুটি কমিশনার ভারতের মেঘালয় রাজ্যের পক্ষে নেতৃত্ব দিবেন।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বাংলাদেশ-ভারত ম্যাজিস্ট্রেট ক্লাস্টার-৯ এর আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলের জেলাগুলো এবং মেঘালয় রাজ্যের সবকটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ-ভারত ডিসি-ডিএম পর্যায়ের দ্বি-পাক্ষিক সীমান্ত সম্মেলন আয়োজন করা হয়েছে। ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট এর ডেপুটি কমিশনার কার্যালয়ের কনফারেন্স সেন্টারে বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, বাংলাদেশী প্রতিনিধি দলকে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করার সময় ফুল দিয়ে বরণ করে নেন ভারতীয় ইমিগ্রেশন ও সরকারী কর্মকর্তা এবং মেঘালয় চেম্বার্স অব কমার্স এর সভাপতি ডলি খংলা।

সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৯/হানিফ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.