আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

শামসুর রহমান বৃত্তির আবেদনপত্র পূরণের শেষ তারিখ ৩১ আগস্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৯ ২০:৩৫:৪৫

সিলেট :: সিলেট বিভাগের ৫ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে আগামী ১৮ অক্টোবর সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠাতব্য শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির আবেদনপত্র আহবান করা হয়েছে। আগামী ৩১ আগস্টে মধ্যে ৫ম ও ৮ম শ্রেণীর বাংলা মিডিয়ামে অধ্যয়নরতরা আবেদনপত্র পূরণ করতে পারবে। ৫ম শ্রেণী ১০০ ও ৮ম শ্রেণী ১৫০ টাকা দিয়ে আবেদনপত্র পূরণ ও জমা দেয়া যাবে।

যে সকল বিদ্যালয় থেকে কমপক্ষে ৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে তাদের কোটাভিত্তিক ১টি এবং যে সকল বিদ্যালয় থেকে ১০ জন বা তার অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে তাদের কোটাভিত্তিক ২টি (সাধারণ গ্রেড) বৃত্তি প্রদান করা হবে। তবে শর্ত হচ্ছে, যদি কোনো বিদ্যালয় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় গ্রেডে যে কোনো বৃত্তিপ্রাপ্ত হয় তারা সাধারণ গ্রেড বৃত্তির অন্তর্ভূক্ত হবে না।

সরাসরি আবেদনপত্র জমা ও প্রবেশপত্র সংগ্রহ করা যাবে এই ঠিকানা থেকে- শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট (ফোন : ০৮২১-৭২৮০৯৭)। সাদা কাগজে নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর লিখে আবেদনপত্র জমা দেয়া যাবে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৯/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন