আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দুই বছরে যেসব উন্নয়ন করলেন শাবি উপাচার্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২০ ২১:৫৩:৫২

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদানের দুই বছর অতিবাহিত করলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪টায় উপাচার্যের সম্মেলন কক্ষে এই দুই বছর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দূরীকরণ  ও একাডেমিক সেক্টরে পরিবর্তন ও উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ২ বছরের উন্নয়নের চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হল: একনেকে দ্বিতীয় পর্যায়ে ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্প অনুমোদন পাশ, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষক-শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করার জন্য পরীক্ষামূলকভাবে ফেইস ডিটেকশন পদ্ধতিতে হাজিরা নেওয়া, গবেষণা খাতে বরাদ্দ গত ২ বছরের তুলনায় ৪ গুন বৃদ্ধি করা এবং সার্বিকভাবে সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা খাতে সর্বোচ্চ ব্যয়, বিশ্ববিদ্যালয় পরিবহন বহরে আরও নয়টি নতুন গাড়ী সংযুক্ত, ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে জো বাইক সেবা চালু, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নত করা, মূলফটক থেকে গোলচত্ত¡র পর্যন্ত শাটল সার্ভিস চালু করা, আবাসিক হলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, শিক্ষক কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবীমা চালু, প্রতি বিভাগে ছেলে মেয়েদের জন্য ছাত্র উপদেষ্টা নিয়োগ, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের মতো অপসংস্কৃতিকে শূণ্যের কোঠায় নামিয়ে আনা, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন নিয়মিত প্রকাশ, প্রতিটি বিভাগে খেলাধুলাকে উৎসাহিত  করার জন্য প্রথমবারের মতো বিশেষ বরাদ্দের অনুমোদন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আরো কিছু কার্যক্রম চলমান আছে বলেন উপাচার্য। যার মধ্যে উল্লেখযোগ্য, গোলচত্বরের সৌন্দর্য বর্ধন, বিশ্ববিদ্যালয় ক্লাবকে আধুনিকায়ন, সমাবর্তন, বিশ্ববিদ্যালয়ের জার্নাল প্রকাশের কার্যকরী উদ্যোগ গ্রহন, ক্যাম্পাসে ১৫ হাজার বৃক্ষরোপন, সীমানা প্রাচীর তৈরি, বিশ্ববিদ্যালয়কে সিলেট সিটি কর্পোরেশনের আওতাভূক্ত, ডিন’স অ্যাওয়ার্ড চালু, পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের বসার জন্য মানসম্পন্ন বেঞ্চ স্থাপন, গবেষণার মান বাড়ানোর লক্ষ্যে ইথিক্যাল বোর্ড গঠন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আধুনিকায়ন, ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন, বিশ্ববিদ্যালয়ের খাবারের টংগুলো মানসম্মত ও খাবারের মান স্বাস্থ্যসম্মত করার প্রক্রিয়া চলমান আছে।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ২০১৭ সালের ২১ আগস্ট এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৯/এএএম/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন