আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের আদালত পাড়ায় ময়লার স্তুপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ১৪:৩২:১২

ইদ্রিছ আলী :: সিলেট নগরীর আদালত ভবন ও আইনজীবী সমিতির হলের পাশে দীর্ঘদিন থেকে জমে আছে ময়লা আবর্জনা। যেখান থেকে হতে পারে এডিস মশার বংশ বিস্তার। ফলে আতঙ্কের মাঝে আছেন আদালতে আসা আইনজীবী ও সাধারণ নাগরিকরা।

সরেজমিনে আদালত পাড়ার গিয়ে দেখা যায়, ময়লা ও আবর্জনা জমে সৃষ্টি হয়েছে বড় বড় স্তুপ। এমন পরিত্যক্ত অবস্থা সাথে নিয়েই চলছে আদালতের কার্যক্রম।

সারাদেশে ডেঙ্গু মশার বিস্তার প্রতিরোধে যখন শুরু হয়েছে সচেতনতামূলক নানা কর্মসূচী এমন সময়ে আদালতে এ অবস্থায় দেখে অনেকেই সমালোচনা করছেন বিষয়টি নিয়ে।

এ ব্যপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ বলেন, নতুন ভবনের নির্মাণ কাজ চলায় এসব ময়লা জমে গেছে। বিষয়টি সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে। এক সপ্তাহের মধ্যেই এগুলো পরিষ্কার করা হবে বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/এসএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন