আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজারে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ১৭:৪৯:০৭

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :: যথাযোগ্য মর্যাদায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় মৌলভীবাজারে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ করেছে জেলা যুবলীগ। একই সাথে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসও পালন করা হয়।

বুধবার সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুবলীগ সম্পাদক রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী আসনের সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. ফজলুর রহমান।

এছাড়াও আওয়ামীলীগ ও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ২১ ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার স্বরযন্ত্রেও তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে এই হামলায় জড়িতদের শাস্তি দ্রুত কার্যকরের দাবী জানান বক্তারা।

সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। পরে শিরনী বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/ওএফএন/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন