আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জনগণের সেবাকে আমি ইবাদত বলে মনে করি: আব্দুল হাকিম চৌধুরী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ২০:০২:৩৯

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, মানুষ জাতিকে মহান আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানব জাতিই মহান সৃষ্টিকর্তার সর্বাধিক উপাসনা করে থাকে। সুতরাং এই মানুষের সেবাকে আমি ইবাদত হিসেবে মনে করি।

তিনি যত দিন বেঁচে থাকবেন, ততোদিন মানুষের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

তিনি বুধবার বিকাল তিনটায় গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল জামে মসজিদে সিলেট জেলা পরিষদের পক্ষে দুই লাখ টাকার অনুদান ঘোষণাকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়া গোয়াইনঘাট উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে সিলেট জেলা পরিষদ কর্তৃপক্ষের মাধ্যমে শতাধিক রিংস্লাব ল্যাট্রিন বিতরণ করেন। পাশাপাশি সদ্য প্রয়াত গোয়াইনঘাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী হাজী নূরুল ইসলাম মেম্বারের কবর জিয়ারতও করেন এবং শোকাহত পরিবারকে শান্তনা দেন।

অপরদিকে গোয়াইনঘাট উপজেলা সদরের পরিচিত লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা প্রয়াত কামাল আহমদের পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার মায়ের হাতে আর্থিক অনুদান প্রদান করেন আব্দুল হাকিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম শাহপরান, সিলেট জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, ইউপি সদস্য আব্দুল মুনিম মুন্সি, মো. জসিম উদ্দিন, ফারুক হোসাইন, লেঙ্গুড়া
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, ইউপি সদস্য এনামূল হক, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আমিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/মতিন/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন