আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেট চেম্বার নির্বাচনে যারা প্রার্থী হতে চান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২২ ০০:১০:৩৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর হওয়ার কথা। নতুন করে কোনো আইনী জটিলতা দেখা না দিলে এ তারিখেই হবে নির্বাচন। ২০১৯-২০২১ সাল মেয়াদের এ নির্বাচনের জন্য প্রার্থী হতে চান ৫৪ জন।

জানা গেছে, সিলেট চেম্বারের ২২টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব পদের জন্য অর্ডিনারি (একক) ৩৪টি, এসোসিয়েট (একক) ১১টি, এসোসিয়েট (সম্মিলিত) ১টি, গ্রুপ (একক) ৭টি ও টাউন এসোসিয়েশন শ্রেণীতে ১টিসহ মোট ৫৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। অবশ্য মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ৭৮টি।

নির্বাচনে প্রার্থী হতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- অর্ডিনারি (একক) শ্রেণী থেকে এহতেশামুল হক চৌধুরী, মো. সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, আমিরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান (জামিল), খন্দকার ইসরার আহমদ রকি, মো. শফিকুল ইসলাম, শান্ত দেব, আব্দুস সামাদ, খলিলুর রহমান চৌধুরী, ফখর উস সালেহীন নাহিয়ান, আলিমুল এহসান চৌধুরী, মোহাম্মদ আলী আকিক, শমসের আহমদ জামিল, মো. আবিদুর রহমান, খন্দকার সিপার আহমদ, সমির লাল দেব, ফজলে রাব্বী চৌধুরী, মোহাম্মদ কামরুজ্জামান, আবু তাহের মো. শোয়েব, মামুন কিবরিয়া সুমন, এনামুল কুদ্দুছ চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ, ফারুক আহমদ, নজরুল ইসলাম, জুবায়ের রকিব চৌধুরী, আক্তার হোসেন খান, আব্দুল হাদি পাবেল, শহিদ আহমদ চৌধুরী, আব্দুস সালাম ও সায়েম আহমদ।

এসোসিয়েট (একক) শ্রেণী থেকে মাসুদ আহমদ চৌধুরী, এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো. আতিক হোসেন, আশরাফ আহমদ, ইলিয়াছ উদ্দিন লিপু, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মো. আবুল কালাম, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ।

এসোসিয়েট (সম্মিলিত) থেকে মাসুদ আহমদ চৌধুরী গং, গ্রুপ (একক) শ্রেণী থেকে সিরাজুল ইসলাম, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী, মো. নুরুল ইসলাম, বশির আহমদ, তাহমিন আহমদ, মো. আমিনুজ্জামান জোয়াহির, ওয়াহিদুজ্জামান চৌধুরী এবং টাউন এসোসিয়েশন শ্রেণী থেকে শমসের জামাল।

সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ জানান, এখন মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে। এরপর প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।


প্রসঙ্গত, সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী তফশিল ঘোষণা করা হয় গত ২ জুলাই। তফশিল অনুযায়ী গত ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ও ২১ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ধার্য্য করা হয়। গত ৮ আগস্ট সংবাদ সম্মেলন করে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়। তবে এর আগেই চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচন আয়োজন নিয়ে উচ্চ আদালতে রিট করেন চেম্বারের সদস্য কামিল আহমদ। রিটের প্রেক্ষিতে আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করে চেম্বারে প্রশাসক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে জানতে চান। আদালতের ওই নির্দেশনা চেম্বার কার্যালয়ে এসে পৌঁছায় ৮ আগস্ট রাতে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বন্ধ হয়ে যায় নির্বাচনী কার্যক্রম।

চেম্বারের সচিব গোলাম আকতার ফারুক জানান, গত সোমবার আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার জজে আপিল করে সিলেট চেম্বার অব কমার্স। আপিলের শুনানী শেষে নির্বাচনের উপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী ২৬ আগস্ট শুনানীর তারিখ ধার্য্য করেন আদালত। স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় আবারও নির্বাচনী কার্যক্রম শুরু করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ড।

সিলেটভিউ২৪ডটকম/২২ আগস্ট ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন