আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিশ্বনাথে আ’লীগের সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২২ ০১:৪৪:১০

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত চক্র পাকিস্তানীদের সাথে আতাত করে ২১ আগস্টে হামলা করে আওয়ামী লীগকে ধংস করতে চেয়েছিল। হামলায় সাবেক রাস্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতামকর্মীর মৃত্যুবরণ করেন। মহান আল্লাহ’র রহমতে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনা বেঁচে আছেন বলেই উন্নয়নের মহাসড়কে রয়েছে দেশ।

তিনি বুধবার সন্ধ্যায় সিলেটের বিশ^নাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয়ে ভয়াল ২১ আগস্ট হামলার প্রতিবাদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত-বিএনপির মদদে হওয়া গ্রেনেড হামলার বিচার এদেশে হবেই হবে। এর সাথে জড়িতরা কোন ভাবেই রক্ষা পাবেন না।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, দপ্তর সম্পাদক সাহিদুর রহমান সাহিদ, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিক হাসান মেম্বার, নিজাম উদ্দিন, প্রবাসী আওয়ামী লীগ নেতা এ আর চেরাগ আলী, হামিদুর রহমান, বিশ^নাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, মুহিবুর রহমান সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়।

এসময় সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরন মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শ্রম সম্পাদক সাধন চন্দ্র দাশ, কার্যনির্বাহী সদস্য আকবর আলী, মানিক মিয়া, আনোয়ার মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য ময়না মিয়া, আওয়ামী লীগ নেতা তফজ্জুল আলী, আবদুল আলিম রুকন, আবদুর রউফ, কবির আহমদ, রুকন নিয়াজী, ইয়াসিন আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি তাজির আলী, সদস্য মতছির আলী, যুবলীগ নেতা জাবেদ মিয়া, গিয়াস উদ্দিন, দবির মিয়া, আবুল হোসেন, রাজু আহমদ খান, ফুলকাছ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, মারুফ মিয়া, শিপন আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ আগস্ট ২০১৯/পিবিএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন