আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেট নগরীতে হচ্ছে আধুনিক আরবান হাসপাতাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৩ ১৭:০৫:২৪

সিলেট :: সিলেট নগরীর কুমারপাড়ায় আধুনিক আরবান হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সিসিক আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে।

সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র আরিফ।

মেয়র বলেন, ‘ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সিলেটের হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষের সচেতনতার ফলে ক্লিনিক্যাল বর্জ্য নাগরিকদের জন্যে জন্যে কোন ধরনের সমস্যা সৃষ্টি করছে না। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে এসব বর্জ্য অপসারণসহ বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্জ্য অপসারণে ট্যাক্স নির্ধারণে হাসপাতাল-ডায়াগনস্টিক মালিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ব্যবস্থা নেয়া হবে। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন কোন ধরনের মুনাফা নয়, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায়।’

সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন-এর উদ্যোগে হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার ট্রেড লাইসেন্স নবায়ন ফি বর্ধিতকরণ, নিবন্ধন ফি নবায়ন ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ বিষয়ে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন-এর সভাপতি নাসিম আহমদের সভাপতিত্বে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট চেম্বার অব কমার্স-এর প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, এফবিসিসিআই-এর পরিচালক খন্দকার সিপার আহমদ, সাংবাদিক ইকরামুল কবির ইকু। এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জাকির আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. আজিজুর রহমান রোমান।

সিলেটভিউ২৪ডটকম/২৩ আগস্ট ২০১৯/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন