আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের উদ্যোগ হতদারিদ্র্যর মধ্যে কাঙ্গালী ভোজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৩ ১৭:৫৮:৩৯

তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুর উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটের ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র্য, সুবিধা বঞ্চিত, দুঃস্থ তিন শতাধিক লোক ও রমজান আলী এতিমখানার অর্ধ্ব শতাধিক এতিম শিশুদের উদ্দেশ্যে কাঙ্গালী ভোজ করানো হয়েছে।

শুক্রবার বাদজুমা বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। 

কাঙ্গালীভোজের শুরুতেই বাদাঘাট বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মৌলানা আব্দুল বাতেন মোনাজাত করেন।

এসময় সংগঠনের উপদেষ্ঠা আজিজুর রহমান, আক্তার হোসেন, দলিল লিখক আলা উদ্দিন, হারুন অর রশিদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, কামাল হোসেন, আবির হাসান মানিক, শিক্ষক আফজালুল হক শিপলু, ব্যাবসায়ী জামাল উদ্দিন, কামাল হোসেন, রয়েল আহমেদ, আশোক মিয়া, সদস্য তারেক আহমেদ, সিরাজুল ইসলাম সিকদার, আলম শেখ, পরশ মনি, সোহেল আহমেদ, আলী হোসেন, কাউছার আহমেদ, রাজু মিয়া, সজীব আহমেদ জিওন, শাওন আহমেদ, আরিফুল ইসলাম, রাকিব আপন, মোস্তফা মিয়া, মাজহারুল ইসলাম,  মাসুক মিয়া প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/২৩ আগস্ট ২০১৯/এমএআর/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন