আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

খাদিমনগরে পোনা অবমুক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২৩ ২১:৩১:৩৯

সিলেট :: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাইশটিলা গ্রামে সিলেট সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় মাছের পোনা অবমুক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট বিভাগের মৎস্য উপপরিচালক সুলতান আহমদ, সিলেট এলজিডির নির্বাহী প্রকোশলী এএস এম মহসিন, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিল্লাত চৌধুরী, সদর উপজেলা প্রকোশলী সাইফুল আজম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, সপন কুমার ধর, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া, সেক্রেটারি আব্দুল মালিক, আওয়ামী লীগ নেতা হাজী হেলাল আহমদ, মজিদ মেম্বার, জেলা যুবলীগ নেতা সায়েস্তা তালুকদার, সদর উপজেলা যুবলীগ নেতা মো. ইকলাল আহমদ, মোবারক হোসেন, মুক্তার হোসেন।

সিলেটভিউ২৪ডটকম/২৩ আগস্ট ২০১৯/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন