আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দু’পাশে উন্নয়ন কাজ, যানজটে নাকাল জিন্দাবাজার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-০৯ ১৪:১৪:২৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে চৌহাট্টা সড়কে গত কয়েকদিন ধরেই লেগে আছে তীব্র যানজট। এর প্রভাব পড়ছে আশপাশের অন্য রাস্তাগুলোতেও।

সরেজমিনে দেখা গেছে, জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট সড়কের দুপাশে চলছে উন্নয়ন কাজ। একপাশে নির্মাণ হচ্ছে ড্রেন আরেক পাশে চলছে আন্ডার গ্রাউন্ড ক্যাবলিংয়ের কাজ। ড্রেন ও ক্যাবলিংয়ের জন্য মাটি খুড়ে রাস্তায় তুলে রাখায় এই সড়কের দুই তৃতীয়ায়শই যানবাহন চলাচলে ব্যবহার হচ্ছে না।

একইসাথে দুপাশের রাস্তায় কাজ চলায়ই মুলত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে বিপাকে পড়েছেন গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীরা। দুর্ভোগ পোহাচ্ছেন এই রাস্তায় অবস্থিত সিলেট সরকারী মহিলা কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়া এই সড়কের যানজটের প্রভাব ফেলছে রিকাবী বাজার, আম্বরখানা, মীরবক্সটুলা এলাকায়ও।

সিলেটভিউ২৪ডটকম/০৯ সেপ্টেম্বর ২০১৯/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন