আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

জকিগঞ্জের অগ্নিদগ্ধ সেই শিশুকন্যা বুশরাকে বাঁচানো গেলোনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-০৯ ২২:০২:০৯

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশুকন্যা বুশরা (৩) মারা গেছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শিশুর নানা আলী হোসেন।

প্রসঙ্গত, শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে আটগ্রাম গুচ্ছগ্রামের একটি ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুচ্ছগ্রামের মৃত মখদ্দছ আলীর স্ত্রী রুশনা বেগম (৪৫), মেয়ে ফাতিহা বেগম (২২) ও নাতনি বুশরা বেগম (৩) মারাত্মকভাবে আহত হন।
জকিগঞ্জ থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

রবিবার সিলেট এমএজি ওসমানী হাসপাতালের চিকিৎসক আহতদের মধ্যে শিশু বুশরা ও তার মা-কে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন। ঐ রাতেই দানশীল বিভিন্নজনের আর্থিক সহযোগিতায় তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়।

এরপর আজ সোমবার রাতে শিশু কন্যা বুশরা সেখানে মারা যায়।

সিলেটভিউ২৪ডটকম/৯ সেপ্টেম্বর ২০১৯/আহাতা/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন