Sylhet View 24 PRINT

ওসমানীনগরে সংঘর্ষ ঠেকাতে হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ১৩:৪৬:২৬

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে আশুরা পালনের জিনিষপত্র নেয়া নিয়ে দুই বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষ ঠেকাতে হার্ট অ্যাটাক করে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এদিকে সংঘর্ষে আহত হয়েছেন আরো দুইজন। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নিজ করনসী দক্ষিণ পারায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, তাজিয়া মিছিলের জন্য প্রস্তুত করা জিনিষপত্র নিয়ে স্থানীয় একটি মাজারে যাওয়ারা পথে একই গ্রামের রশিদ মিয়া ও খালিক মিয়ার ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এ পর্যায়ে উভয়ের সাথে থাকা লোকজন সংঘর্ষে জরান। এ সময় খালিক মিয়া সংঘর্ষ থামাতে এগিয়ে আসেন। হঠাৎ তিনি অচেতন হয়ে মাটিতে পরে যান। এসময় স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করেছে। মৃত খালিক মিয়ার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যেহেতু অভিযোগ উঠেছে তাই মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/আরপি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.