আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের জমি পরিদর্শন করলেন এসপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১০ ১৯:৩৯:০৭

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের স্থায়ী ক্যাম্পের জমি পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি সালুটিকরস্থ সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পার্শ্ববর্তী মহাজন বাড়ি সংলগ্ন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রেের স্থায়ী ক্যাম্পের নির্ধারিত জমি পরিদর্শন করেন।

এ সময় তিনি নির্ধারিত জমি মাটি ভরাটের জন্য পরিকল্পনা গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রজিউল্লাহ খান, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ব্যবসায়ী লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়ন্ত দাশ সুমন, সালুটিকর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রশীদ শামীম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৯/মতিন/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন