আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে আনসার-ভিডিপির বৃক্ষরোপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১১ ১৭:৪৬:২১

সিলেট :: সবুজ বনায়ন গড়তে ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিলেট জেলা আনসার-ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। আজ বুধবার সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের সাহেববাজার আনসার-ভিডিপির ক্লাবে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. ফখরুল আলম। ধারাবাহিকভাবে ৩ হাজার গাছের চারা রোপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা আবু শাহাদত এনামুল হক, ক্লাবের সভাপতি ও ইউনিয়ন ভিডিপি দলপতি আবুল হাসেম। ক্লাবের সদস্য-সদস্যারা বৃক্ষের চারা রোপনে সহযোগিতা করেন। সরকারি রাস্তার পাশে, সরকারি-বেসরিকার প্রতিষ্ঠান প্রাঙ্গনে ও পতিত জমিতে বৃক্ষের চারা রোপন করা হয়।
 
এ সময় সিলেট জেলা কমান্ড্যান্ট মো. ফখরুল আলম আনসার-ভিডিপি সদস্যদের কমপক্ষে ৫টি করে গাছের চারা রোপন তার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে বড় করার নির্দেশ দেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৯/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন