আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

‘৩৩৩১ নাম্বারে ফোন করলেই কৃষিসেবা পাবেন কৃষক’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১১ ১৯:২৬:২০

সুনামগঞ্জ প্রতিনিধি :: সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান (পিএএ) বলেছেন, ‘কৃষি সেক্টরের উপর দেশ দাঁড়িয়ে আছে। খাদ্যতে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কৃষিকে আরো একধাপ এগিয়ে নিতে চাই। সরকার কৃষিখাতকে ডিজিটালাইজড করেছে। এখন ৩৩৩১ নাম্বারে ফোন করলেই কৃষিসেবা পাবেন কৃষক। কৃষক বাতায়নের মাধ্যমে কৃষক বন্ধু ফোন সেবা দেয়া হবে। ফোন করলেই কৃষকের নাম রেজিস্ট্রার করা হবে। কৃষক ফোন করে তাঁর কৃষি উৎপাদনের তথ্য জানাবেন। এই তথ্য অনুযায়ি কৃষি সেবা প্রদান করা হবে।’

বুধবার বিকালে জেলা প্রশাসক মিলনায়তনে জেলার কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান প্রতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার আরো বলেন, ‘আমরা কৃষি বাতায়নে নগর কৃষি সেবা চালু করেছি। সকল সকরকারি স্থাপনার ছাদে ছাদ কৃষি চালু করা হবে। পুরো সিলেট বিভাগে ছাদ কৃষি আন্দোলন গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সকল কর্মকর্তাদের দায়িত্ব পালনে আন্তরিক থাকতে হবে।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি বাতায়ন কৃষক তথ্য সন্নিবেশ কর্মসূচির প্রশিক্ষক আজিম উদ্দিন, মো. জসিম উদ্দিন, ওবায়দুল হক, জেলা কৃষি বিভাগের প্রশিক্ষক কর্মকর্তা রবিউল হক মজুমদার প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৯/নুর/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন