Sylhet View 24 PRINT

মতিউর রহমান গণমানুষের নেতা: মিসবাহ সিরাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১১ ২১:৫০:২২

সিলেট :: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, গণমানুষের নেতা, ভাটি বাংলার প্রাণপুরুষ মতিউর রহমান দলের ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনের মাধ্যমে সুনামগঞ্জে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চেষ্টা করেছেন। তিনি হাইব্রিড নেতা নন, দলের একজন নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তার মত ত্যাগী নেতাদের অবদানের কারণেই আওয়ামী লীগ আজ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। হামলা-মামলা-নির্যাতন সহ্য করে তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদ গণমিলনায়তনে সিলেটস্থ সুনামগঞ্জবাসীর উদ্যোগে মতিউর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিলের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু এবং জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. রনজিত সরকার, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, দোয়াবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, তাড়ল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নাজমুল হোসেন, দিরাই স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক শামীম আহমদ, দিরাই উপজেলা যুবলীগ নেতা একরার হোসেন, আওয়ামীলীগ নেতা মাহবুব আলী শাহেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,  জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম, এডভোকেট আব্দুল মুমিন চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল­াহ চৌধুরী মাছুদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদির আহমদ মুক্তা, দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মকসুদ আলম, মহানগর যুবলীগ নেতা রেদুয়ান মাহমুদ চৌধুরী, রফিনগর ইউপি যুবলীগের সভাপতি সুহেল আহমদ, জগদল ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক বিদ্যু ভূষণ দেব, উপ-বিভাগীয় সম্পাদক শহীদ আকিল অপু, হোসাইন আহমদ সাগর প্রমুখ।

অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. দোলন মিয়া ও গীতা পাঠ করেন পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু।

সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৯/প্রেবি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.