আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেট ইসকন মন্দিরে শ্রীমদ্ভাগবত জয়ন্তী উৎসব সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ০০:৩৬:৪৯

সিলেট :: ভাদ্র পূর্ণিমায় শ্রীমদ্ভাগবত জয়ন্তী তিথিতে শ্রীমদ্ভাগবত হাতে পেয়ে উৎসবে মাতোয়ারা বিভিন্ন শ্রেনী পেশার ভক্তরা। আনন্দ আর উল্লাসে শ্রীমদ্ভাগবত নিয়ে বাড়ি ফিরে তারা।

শনিবার ইসকন সিলেটে শ্রীমদ্ভাগবত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভক্তদের হাতে ভাগবতম সেট তুলে দেন তিনি।

সিলেট মন্দির ঘুরে দেখা গেছে, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ সকল শ্রেণি পেশার ভক্তদের মাঝে শতাদিক ভাগবতম সেট বিতরণ করেন। এভাবে উৎসবমূখর পরিবেশে ভাগবতম সেট বিতরণ করা হয়েছে।

ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী জানান, উৎসব মূখর ভাবে ভাগবতম জয়ন্তী উৎসবে শতাদিক ভাগবতম সেট বিতরণ করা হয়েছে। নবদ্বীপ মহারাজের হাত থেকে শতাদিক ভাগবতম সেট পেয়ে ভক্তরা উচ্ছাস প্রকাশ করেছেন বলেও জানান সিলেট ইয়ুথ ফোরামের কো- অর্ডিনেটর।


সিলেটভিউ২৪ডটকম/১৫ সেপ্টেম্বর ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন