Sylhet View 24 PRINT

জৈন্তাপুরে ভারতীয় চোরাই গরুর বড় চালান আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৬ ২০:৫৫:২৪

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের বাঘছড়া এলাকা থেকে ভারতীয় গরুর বড় চালান আটক করেছে বিজিবি। অভিযানের খবর পেয়ে গরু রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।

এলাকাবাসী ও বিজিবির সূত্রে জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের ১৩০৩ আর্ন্তজাতিক পিলারের ৭এস পিলার সংলগ্ন বাঘছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম। এসময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫০টি ভারতীয় গরু আটক করেন তারা। এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় চোরাই গরুর চালান আটকাতে সক্ষম হয়েছে বিজিবি।

এসব গরুর মালিক বিলাল, জালাল, রফিক আহমদ উরফে লুদাই হাজি, আব্দুর রশিদ ও রহিম উদ্দিন বলে স্থানীয় লোকজন এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ভারত হতে নিয়ে আসা গরু ফেলে পালিয়ে যায় এসব চোরাকারবারীরা। গরুগুলো বিজিবি’র টহল টিম লালাখাল ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
 
এ ব্যাপারে ১৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় বিজিবি’র টহল জোরদার থাকায় চোরাকারবারীরা গরুগুলো নিয়ে পালাতে পারেনি। চোরাকারবারীদের নাম সনাক্তকরণসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমাদের জোয়ানরা তৎপর রয়েছে।

তিনি আরো বলেন, যে কোন ধরনের চোরাই পণ্য আটক করতে সীমান্তে তৎপর রয়েছে বিজিবি।

সিলেটভিউ২৪ডটকম/১৬ সেপ্টেম্বর ২০১৯/এমএইচ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.