আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চেম্বার নির্বাচন: সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রচারপত্র বিলি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৭ ১৩:২৩:২৯

সিলেট :: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে নগরীর মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ আলম, সাবেক সহ সভাপতি দেলোয়ার হোসেন, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিজগীল গুলজার, সাবেক সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার বিজিত চৌধুরী, সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলু, পল্ট্রী এসোসিয়েট এর সভাপতি ফয়েজ রেজা চৌধুরী, ব্যবসায়ী মাহি উদ্দিন আহমদ সেলিম, কয়লা আমদানীকারক গ্রুপের পাপলু দাস, ব্যবসায়ী আব্দুল হাফিজ খান হেলাল, আবুল সালেহ ইয়াহিয়া, এবাদুর রহমান চৌধুরী, কয়লা ব্যবসায়ী তপন চক্রবর্তী, রাজু চক্রবর্তী, ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, সুশেন দাস, ব্যবসায়ী শাহ আলম, আব্দুল হাফিজ হেলাল, কয়লা ব্যবসায়ী প্রদীপ কুমার রায়, ভবেশ রায়, জুয়েল আহমদ খান, এনামুল হক রুবেল, সৈয়দ আহমদ, নুর আহমদ, সায়েম আহমদ, মো. ইউনুস আলী, বদর উদ্দিন, সাইদুল আল সোহান, সৈয়দ জাহিদ উদ্দিন, সৈয়দ মনজুর হোসেন হৃদয়, রাকিবুর রহমান চৌধুরী, শাহ আলম, মনজুর আহমদ, নেহার রঞ্জন দাস প্রমুখ।

এসময় তিনটি গ্যাটাগরিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এর মধ্যে পরিচালক পদে অর্ডিনারি ক্যাটাগরিতে আছেন ব্যালট নং-১৩ আবু তাহের মোহাম্মদ শোয়েব, ব্যালট-১৪ মো. মামুন কিবরিয়া সুমন, ব্যালট নং-১৫ এনামুল কুদ্দুস চৌধুরী, ব্যালট নং-১৬ মুকির হোসেন চৌধুরী, ব্যালট নং-১৭ হুমায়ূন আহমদ, ব্যালট নং-১৮ মো. ফারুক আহমদ, ব্যালট নং-১৮ মো. নজরুল ইসলাম, ব্যালট নং ২০ জুবায়ের রকিব চৌধুরী, ব্যালট নং-২১ আক্তার হোসেন খান, ব্যালট নং-২২ আব্দুল হাদি পাবেল, ব্যালট নং-২৩ শহীদ আহমদ চৌধুরী, ব্যালট নং-২৪ মোহাম্মদ আব্দুস সালাম। এই প্যানেলে এসোসিয়েট ক্যাটাগরিতে আরেকটি গ্রুপে প্র্রার্থীরা হলেন ব্যালট-১ মাসুদ আহমদ চৌধুরী মাকুম, ব্যালট-১ মো. এমদাদ হোসেন, ব্যালট-৩ পিন্টু চক্রবর্তী, ব্যালট-৪ আব্দুর রহমান, ব্যালট-৫ চন্দন সাহা, ব্যালট-৬ মো. আতিক হোসেন। গ্রুপ ক্যাটাগরিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা হলেন তাহমিন আহমদ, মোঃ আমিনুজ্জামান জুয়াহির, ওয়াহিদুজ্জামান চৌধুরী প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/১৭ সেপ্টেম্বর ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন