আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়ন বিভক্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৭ ১৬:১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীর গাঁও ইউনিয়নকে বিভক্ত করা হয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১১ নম্বর ধারার বিধান মোতাবেক সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ৯ সেপ্টেম্বর ২০১৯ইংরেজী এক প্রঞ্জাপনের মাধ্যমে আলীরগাওঁ ইউনিয়ন পরিষদকে ৫ নম্বর পূর্ব আলীর গাঁও ইউনিয়ন ও ১০ নম্বর পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন ঘোষণা করেন।

৫ নং পূর্ব আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের অন্তর্গত ভূক্ত রয়েছে ৩১ টি গ্রাম এবং ৩১ মৌজা। গ্রামগুলো হলো পূর্ব আলীরগ্রাম, খাঁটি খাই, পূর্ব দিঘির পার, লাফনাউট, লামাকুটা পাড়া, নয়া মাটি, লাতু, খাগড়া, নয়াগ্রাম হাওর, নয়াগ্রাম উত্তর, উপর কুটা পড়া, সাকরপুর, ফাদলীপুর, খাস, বারহাল, খাসহাওর, হাজরাই, উপর আটলীহাই, উজুহাত, কাকুনা খাই, লাউবিল জুলাই, লাউ বিল খলা, গোয়াখাই, কাকুনাখাই হাওর, পাচসেউতি, কুরিহাই, লান্দু, ধর্মগ্রাম, খলাগ্রাম ও নয়াখেল।

অপর দিকে ১০ নং পশ্চিম আলীর গাঁও ইউনিয়নে রয়েছে ২০ টি গ্রাম ও ২০ টি মৌজা। গ্রামগুলি হলো পূর্নানগর, আব্দুল মহল, নয়ানগর, বল্লা, পুকাশ, হাতির পড়া, রাউতগ্রাম, বার্কিপুর, লামা সাতাইন, উপর সাতাইন, বামন গাঁও, নাইন্দা হাওর, তিতকুল্লী হাওর, বুধিগাও, খুর্দা, উপর দুমকা, গারো, পরবল্লী, পাচঁপাড়া, ও পাচঁপাড়া হাওর।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান।


সিলেটভিউ২৪ডটকম/১৭ সেপ্টেম্বর ২০১৯/এমএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন