আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ১৮:৫৩:৩৫

সিলেটভিউ ডেস্ক :: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট বিয়ানীবাজার উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় উপজেলা সদরে মোস্তফা পার্টি সেন্টারে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ও উপজেলা দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মারুফুল  হাসানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিলাওয়ার হোসাইন ও যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রাহমানের যৌথ পরিচালনায় সভার শুরূতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মী আব্দুল কাদির।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের বিদায়ী সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল­াহ।
দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ ফরহাদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুল আওয়াল, সভাপতি মাওলানা শায়খ আব্দুশ শহিদ, জেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আলি আহমদ, বিয়ানীবাজার পৌর জমিয়ত সভাপতি শায়খ আতিকুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল খালিক ক্বাসেমি, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি ছাত্রনেতা আব্দুল হামীদ খান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল­াহ আল মামুন।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ রশিদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা রায়হান আহমদ সহ উপজেলার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার আওতাধীন সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাশেষে মাওলানা মারুফুল হাসানকে সভাপতি, ওয়াহিদুর রাহমানকে সাধারণ সম্পাদক ও সোহেল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৯-২১ সেশনের ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল খালিক ক্বাসেমী।

সিলেটভিউ২৪ডটকম / ১৯ সেপ্টেম্বর ২০১৯/ এইচএ
/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন