আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ওসমানী হাসপাতালে আগুন আতঙ্ক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ১৯:০৫:১০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল আজ বৃহস্পতিবার বিকালে। আগুন আতঙ্কে হাসপাতালের ৫ম তলার শিশু ওয়ার্ডের সবাই বেরিয়ে আসেন ভবনের বাইরে। পরে আগুন লাগার ঘটনা ঘটেনি জানার পর সবাই ওয়ার্ডে ফিরে যান।

জানা গেছে, ওসমানী হাসপাতালের ৫ম তলাস্থ শিশু ওয়ার্ডে একটি অক্সিজেন সিলিন্ডার থেকে বিকট শব্দে অক্সিজেন বের হচ্ছিল। এ শব্দ শুনে ভবনের কোথাও আগুন লেগেছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই ওয়ার্ডে থাকা সবার মধ্যে।

এ সময় আগুন আতঙ্কে সবাই ভবনের বাইরে বেরিয়ে আসেন।

ওসমানী হাসপাতালে দায়িত্বরত পুলিশের এসআই ওমর ফারুক জানান, প্রকৃতপক্ষে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সবাই ওয়ার্ডে ফিরে যান।

সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৯/এসএ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন