আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে ''ম্যাজিক বাউলিয়ানা''র নিবন্ধন শুরু শুক্রবার।

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ১৯:৩৪:০০

সিলেটভিউ ডেস্ক :: সিলেটে ''ম্যাজিক বাউলিয়ানা''র নিবন্ধন শুরু হতে যাচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমীতে এই কার্যক্রম শুরু হবে। এছাড়া নগরের কবি নজরুল অডিটোরিয়াম, কিন ব্রিজ,   উপশহর সিলেট,  টিলাগড় পয়েন্ট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু পয়েন্টে এ নিবন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

রোডশো থেকে সরাসরি নিবন্ধন করা যাবে। সাথে থাকবে আকর্ষণীয় পুরস্কার সামগ্রী।

বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা খোঁজার জন্য মাছরাঙা টেলিভিশনে তৃতীয়বারের মতো আয়োজন করছে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির উদ্দেশ্য “দেশের তরুণ প্রজন্মকে লোকগানের সঙ্গে পরিচয় করানো।” বিশ্বমঞ্চে বাংলা লোকগানের চিরন্তন আবেদন তুলে ধরার এই আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী শফি মণ্ডল, নাশিদ কামাল ও চন্দনা মজুমদার। এছাড়া  এবারের বিজয়ীরা দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পীদের সঙ্গে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর মঞ্চে গাওয়ার সুযোগ পাবেন।

সিলেটভিউ২৪ডটকম / ১৯ সেপ্টেম্বর ২০১৯/ প্রেবি/ এসএইচ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন