আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের জৈন্তাপুরে ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের লক্ষে মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ১৯:৪৩:৩১

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সরকারি ভাতাসমুহ ডিজিটাল পদ্ধতিতে প্রদানের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সরকার দেশের অসহায় হতদারিদ্র মানুষের কল্যাণে সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়ন করতে সরকারি বিভিন্ন অফিসে সেবার মান উন্নয়নে ডিজিটাল পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। ফলে দেশের জনগণ অনেক সুযোগ-সুবিধা ভোগ করছে।

সভায় উপজেলা নিবার্হী অফিসার মৌরীন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এ.কে এম আজাদ ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, বাহারুল আলম বাহার, আমিনুর রশিদ, মো. ইয়াহিয়া, জৈন্তাপুর মডেল থানার এস.আই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন, উপজেলা প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবল চন্দ্র বর্মণ ও আনসার ভিডিপি অফিসার জাকির হোসেন প্রমূখ।
 
এতে স্বাগত বক্তব্যে সমাজসেবা অফিসার এ.কে.এম আজাদ ভূইয়া বলেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর জৈন্তাপুর উপজেলায় যাবতীয় সরকারি ভাতা এখন ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়নের লক্ষে কাজ করে যাওয়ায় উপকারভোগী সাধারণ জনগণ বিভিন্ন সুফল পাচ্ছে। এ কাজে তিনি জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন। 

সিলেটভিউ২৪ডটকম / ১৯ সেপ্টেম্বর ২০১৯/ এমএইচ/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন