আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ভারতের হস্তশিল্প ও বর্ণপরিচয় মেলায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির অংশগ্রহণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ২০:২২:৫১

সিলেটভিউ ডেস্ক :: ভারতের কলেজ স্ট্রীটের বর্ণপরিচয় মলে, কলেজস্ট্রীট (পূর্বতন নাম) মার্কেটে চলছে ৬ষ্ঠ হস্তশিল্প ও বর্ণপরিচয় মেলা। এতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেয় অসংখ্য হস্তশিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেয় তৃণমূল নারী উদ্যোক্তা গ্রাসরুটস।


এই মেলার বিশেষ বৈশিষ্ট্য হলো বাংলাদেশ ছাড়াও ওপার বাংলার হস্তশিল্পীরাও এতে অংশগ্রহণ করেন। হস্ত ও বস্ত্রশিল্পের বিপুল সমাহার নিয়ে বসেছে শপিং মলের এই নাগরিক মেলা। জামদানী বা টাঙ্গাইলের পাশাপাশি নকশি কাথার চিত্তাকর্ষক সংগ্রহে রয়েছে বাংলাদেশী কারিগরদের পসরায়। এবার বাংলার ডোকরার কাজ, বাঁশ ও কাঠের কাজ, মোষেরে সিং-এর কাজ, অন্য ধরনের ল্যাম্প শেড নিয়েও বসেছে অনেক কারিগর। আর রয়েছে পর্যটনের নানা ঠিকানার খোঁজ। মেলা চলে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।

মেলা চলবে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত।

সিলেটভিউ২৪ডটকম / ১৯ সেপ্টেম্বর ২০১৯/ প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন