আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

এমইউ’র আইন ও বিচার বিভাগের অটাম টার্মের অরিয়েন্টেশন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ২০:২৮:০৫

সিলেট :: মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের অটাম টার্মের নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ২০১৯ শিক্ষাবর্ষের এলএল.বি.(অনার্স) ৪৩তম ব্যাচের এই অরিয়েন্টেশন বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে সম্পন্ন হয়।

বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. রবিউল হোসেন, এলএল.এম. (ইভিনিং) প্রোগ্রামের কো-অর্ডিনেটর শেখ আশরাফুর রহমান, সহকারী অধ্যাপক মো. শের-ই-আলম, সিনিয়র প্রভাষক ফাতেমা ইমরোজ, মিতু আক্তার, প্রভাষক কাওসার মাহমুদ, সাদিয়া আক্তার এবং জান্নাতুল ফেরদৌস ।

বিভাগের শিক্ষকমণ্ডলী তাদের বক্তব্যে আইন শিক্ষা গ্রহণ করে সুনাগরিক হওয়া এবং দেশ সেবায় নিজেকে নিয়োজিত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তারা বিশ্ববিদ্যালয়ে পাঠ গ্রহণের উদ্দেশ্য ও একজন শিক্ষার্থীর করণীয় বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৯/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন