আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আনন্দ শোভাযাত্রা শুক্রবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ২১:৪২:৩২

সিলেট :: তিন যুগে পদার্পণ করতে যাচ্ছে সিলেটের সংস্কৃতি অঙ্গণের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ।

এই ৩ যুগে নাট্য পরিষদ বিভিন্ন সময়ে আয়োজন করেছে নাট্য প্রদর্শনী, নাট্য উৎসব, কর্মশালা। ১৯৮৪ সালের ২০ সেপ্টেম্বর সিলেট শহরের প্রান্তিক মিলনায়তনে (নাটকপাড়া) সিলেটের নাট্য সংগঠনদের নিয়ে যাত্রা শুরু করেছিলো সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। বর্তমানে ২১টি নাট্য সংগঠন এই পরিষদে অর্ন্তভুক্ত রয়েছে।

দীর্ঘযাত্রায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) সেই পরিষদ পদার্পণ করতে যাচ্ছে ৩৬তম বছরে। আর এই উপলক্ষে বিকাল ৫টায় কবি নজরুল অডিটোরিয়াম থেকে আয়োজন করা হচ্ছে আনন্দ শোভাযাত্রা।

শোভাযাত্রায় অংশ নিয়ে এই আয়োজনকে সফল করে তুলতে সর্বস্তরের নাট্য-সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি এক যুক্ত বিবৃতিতে আহবান জানিয়েছেন নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।

সিলেটভিউ২৪ডটকম/১৯ সেপ্টেম্বর ২০১৯/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন