আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

লালাবাজার স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী সমাবেশ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২১ ১৭:৩৪:০৬

সিলেট :: দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের সিনিয়র সহকারী কমিশনার নির্মেলেন্দু চক্রবর্তীর উদ্যোগে মাদক, যৌতুক ও বাল্য বিবাহ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে বিভিন্ন স্কুলে এই সমাবেশ করছেন দক্ষিণ জোনের সিনিয়র সহকারী কমিশনার নির্মেলেন্দু চক্রবর্তী।

লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইউবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীদের উদ্যেশে নির্মেলেন্দু চক্রবর্তী বলেন, মাদক হচ্ছে একটি মরণব্যাধি। মাদক মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই শিক্ষার্থীদের এখন থেকে সচেতন হতে হবে। যৌতুক হচ্ছে সমাজের অভিশাপ এই যৌতুকের কারনে অনেক গৃহবধূ নির্যাতনের শিকার হচ্ছেন। মনে রাখতে হবে আজ যৌতুকের কারনে যাকে আপনি নির্যাতন করছেন কাল আপনার বোন মেয়েও একই ভাবে নির্যাতনের শিকার হতে পারে। বাল্য বিবাহ দেওয়া মানে মেয়েটাকে মৃত্যুর দোয়ারে পাঠানো তাই সবাই মিলে এসব প্রতিরোধ করতে হবে।

স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কাজী মো. আব্দুল মালিকের পরিচালনায় বক্তব্য রাখেন- লালাবাজার স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো. মুহিদ হোসেন, গভর্নিংবডির শিক্ষানুরাগী সদস্য লায়েক আহমদ জিকো, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ, সহকারী প্রধান শিক্ষক যতীন্দ্র কুমার তালুকদার, সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান, মো. মতিউর রহমান, ক্ষীতেশ চন্দ্র সরকার, এসআই লোকমান হোসেন, এসআই রেজাউল করিম ও এএসআই শামসুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্রী সুমনা আক্তার লিজা ও গীতা পাঠ করেন দশম শ্রেণীর ছাত্র সুজিত মালাকার।



সিলেটভিউ২৪ডটকম/২১ সেপ্টেম্বর ২০১৯/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন