আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটেও জুয়ার আসরে র‌্যাবের হানা, আটক ৬

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২২ ১২:০৬:১৭

নিজস্ব প্রতিবেদক :: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার জুয়ার আসনে অভিযান চালিয়েছে র‌্যাব। এ ধারাবাহিকতায় সিলেট নগরীর বড়শলা নতুন বাজার এলাকায়ও অভিযান চালায় র‌্যাব। এ সময় ছয় জুয়াড়ীকে আটক করা হয়।

রবিবার ( ২২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব ৯ এর সদর দপ্তর থেকে এমন তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শলা নতুন বাজার এলাকায় একটি জুয়ার আসনে অভিযান চালানো হয়। এ সময় ছয় জুয়াড়ীকে আটক করা হয়।

আটকরা হলেন- গোলাপগঞ্জের বসন্তপুর এলাকার ইসাব্ব আলীর ছেলে জানু মিয়া (৫৪), হবিগঞ্জের লাখাই উপজেলার আয়নার টুক এলাকার বাসিন্দা মৃত আসাদ আলীর ছেলে নজরুল ইসলাম (২৩), সিলেট এয়ারপোর্ট এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জাফর ইসলাম (৩২), একই এলাকার বাসিন্দা মৃত ফারুক আহম্মেদের ছেলে মো. জমির আহম্মেদ (২৮), মো. নাজিম উদ্দিন (২৫) ও মৃত লেবু মিয়ার ছেলে মো. আসাদ আহম্মেদ (২৪)।

র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আটকদের বড়শলা নতুন বাজার নজরুল মিয়ার চায়ের দোকানের ভেতরে জুয়া খেলারত অবস্থায় পাওয়া গেছে। পরে তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। পরে আটকদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি জুয়ার আসনে অভিযান শুরু করে র‌্যাব। এরপর রাজধানীর বনানী, মতিঝিল, ধানমন্ডি, কলাবাগান, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ২২ সেপ্টেম্বর ২০১৯/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন