আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে শান্তিপূর্ন ভাবে দুর্গাপুজা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৯ ১৫:২৫:৫৬

ফাইল ছবি

জুড়ী প্রতিনিধি :: মঙ্গলবার রাতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে জুড়ীতে ৬৭টি সার্বজনীন ও ২টি ব্যক্তিগতসহ ৬৯টি মন্ডপে শান্তিপূর্ন ভাবে শারদীয় দুর্গাপুজা সম্পন্ন হয়।

সনাতনধর্মীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা শুক্রবার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়।

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় রীতি অনুযায়ী ভক্তবৃন্দ এ উৎসব পালন করে। শান্তিপূর্ন ভাবে পুজা উদযাপনের জন্য আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করে।

সেই সাথে জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার-এর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। পুলিশ ছাড়াও জুড়ী উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা সিতারানী দত্ত ও আনসার কোম্পানী কমান্ডার সাইফুর রহমানের তত্বাবধানে ৩৫৩ জন আনসার সদস্য ও ১৪ জন স্কাউট সদস্য পুজা মন্ডপের পাশাপাশি উপজেলা শহরের যানজট নিরসনে নিরলস কাজ করে।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমূল্য চন্দ্র দাস শান্তিপূর্ন ভাবে শারদীয় দুর্গাপুজা সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান।


সিলেটভিউ২৪ডটকম/০৯ অক্টোবর ২০১৯/এমএএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন