আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মেয়র আরিফের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-০৯ ১৬:২৪:৩৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন এহছানুল হক তাহের নামের এক ব্যবসায়ী। আরিফ তাকে হুমকি দিয়েছেন, এমনটি উল্লেখ করে নগরীর কোতোয়ালী থানায় জিডি (নং-৫৪৫) করেছেন তাহের।

জিডি দায়েরকারী এহছানুল হক তাহের নগরীর জল্লারপারের হক মঞ্জিলের ফজলুর হক তানু মিয়ার ছেলে। তিনি জিন্দাবাজার পয়েন্টস্থ একটি লাইব্রেরি ও স্টেশনারি দোকানের পরিচালক।

জিডি দায়েরের বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন এহছানুল হক তাহের।

তাহের জিডিতে উল্লেখ করেছেন, ‘মঙ্গলবার (৮ অক্টোবর) আনুমানিক বিকাল ৫টায় জিন্দাবাজারে লতিফ সেন্টারের সম্মুখের ডান পার্শ্বে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ড্রেন খননের লক্ষ্যে জায়গা নির্ধারণের বিষয়ে আলাপকালে পরিকল্পনা প্রণয়নের কপি চাওয়ায় তিনি আমার উপর ক্ষিপ্ত হন। ক্ষিপ্ত হয়ে মারমুখী অবস্থায় হুমকি প্রদান করে বলেন, “দোকান ভাঙ্গবো পারলে আটকাও”। এমতাবস্থায় আমি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি আমার মৌরশী সত্ত্বের দোকান রক্ষা ও আমার নিজের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

এ বিষয়ে কথা বলতে মেয়র আরিফুল হক চৌধুরীকে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

সিলেটভিউ২৪ডটকম/৯ অক্টোবর ২০১৯/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন