আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জাতীয় ছাত্র সমাজ সিলেট বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১০ ২০:১৭:৪০

সিলেটভিউ ডেস্ক :: জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা জাপার সদস্য সচিব মো. উছমান আলী চেয়ারম্যান বলেছেন, ছাত্র সমাজের অধিকার রক্ষায় ছাত্র সমাজকেই এগিয়ে আসতে হবে। মধ্যযুগীয় কায়দায় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগ সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ''টর্চারসেল'' করে নিরিহ শিক্ষার্থীদের মেরে ফেলছে। এমন কর্মকান্ড প্রতিরোধে ছাত্র সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে সিলেট জেলা জাতীয় পার্টির সুরমা মার্কেটস্থ কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ সিলেট বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি পার্টির চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদের স্বনির্ভর দেশগড়ার স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ছাত্র সমাজকে দেশের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

জাতীয় ছাত্র সমাজ সিলেট বিভাগীয় আহবায়ক মোস্তাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. এরশাদুল বারী নাসিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. দৌলা মিয়া, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. বেলাল আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. এমরান শেখ, মো.
 জুবায়ের আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মো. সুহেল আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল আমীন, হবিগঞ্জ জেলা সভাপতি জুবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা সাজু, বিয়ানীবাজার উপজেলা সভাপতি মো. ফয়সল আহমদ, জৈন্তাপুর উপজেলা সভাপতি মো. ওলি উল্লাহ, জকিগঞ্জ উপজেলা সভাপতি মো. সালমান আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. মাসুদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মো. শাহনূর আহমদ, সিলেট জেলা সদস্য মো. রাজন আহমদ, মো. আরিফ আহমদ, জাতীয় সাইবার পার্টি সিলেট বিভাগীয় সমন্বয়কারী এস.এম শামীম আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম / ১০ অক্টোবর ২০১৯/ প্রেবি/ এসএইচ


শেয়ার করুন

আপনার মতামত দিন