Sylhet View 24 PRINT

এমসি কলেজে গিয়ে যা লিখলেন সাবেক মন্ত্রী মুহিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১১ ০০:৪০:৫০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: দীর্ঘদিন পর সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান দেখতেই তিনি কলেজে গিয়েছিলেন।

বৃহস্পতিবার তিনি কলেজে গিয়ে পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন।

সিলেট-১ আসনের সাবেক এই সাংসদ লিখেন, ‘‘বহুদিন পরে আমার প্রিয় মুরারীচাঁদ কলেজে আসলাম। সম্ভবত ৮/১০ বছর পরে। কলেজটি প্রথম দেখতে আসি ১৯৪৮ সালে। আমার এক চাচা সাইকেলে করে নিয়ে আসেন আমার ভবিষ্যত বিদ্যাপীঠে। দু’বছর এখানে পড়াশোনা করে চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে ছাত্রাবস্থায় প্রায়ই এখানে আসতাম শিক্ষকদের সাথে দেখা করতে, লাইব্রেরি থেকে বই নিতে এবং ছাত্রদের সাথে পরিচিত হতে।’’

আবুল মাল আব্দুল মুহিত আরো লিখেছেন, ‘জীবনে স্বার্থকতার পেছনে এই বিদ্যাপীঠের অবদান মনে হয় সবচেয়ে বেশি। অধ্যাপক আবু সায়ীদ চৌধুরী, অধ্যক্ষ আবু হেনা এদের অবদান চিরস্মরণীয়।’

এ সময় তাঁর সাথে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১১ অক্টোবর ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.