আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

কাজিরবাজার মাছের আড়তে অভিযান, জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৪ ১৩:০৭:১২

ছবি : মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কাজিরবাজার এলাকার মাছের আড়তে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ টিম। সোমবার সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে একই মালিকের দুটি দোকানকে জরিমানা করা হয়। এছাড়া দোকানে থাকা দেড় লক্ষটাকা মূল্যের ২০০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

জরিমানাকৃত দোকান গুলো হচ্ছে বাপ্পী মাছের আড়ৎ ও ছৈইদ উল্লাহ মাছের আড়ৎ। দুটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন প্রমুখ।

এসময় ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুটি দোকানকে জরিমানা করা হয়েছে এবং ২০০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। মাছগুলো ধ্বংস করা হবে বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১৪ অক্টোবর ২০১৯/এমএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন