আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেট সদরে সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৪ ২০:২৭:০১

সিলেটভিউ ডেস্ক :: সিলেট জেলা পরিষদের উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০ জন নারীকে নিয়ে ১ মাস আগে শুরু হওয়া সেলাই
প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে ৩ টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন কার্যালয়ে ১ নম্বর ওয়ার্ড সিলেট জেলা পরিষদের সদস্য মো. শাহানুরের সভাপতিত্বে ও যুব সংগঠক আশিকুর রহমান আশিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সিলেট জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান মতি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা বলেন, নারীরা এখন আর সমাজের বোঝা নয়। নারীরা সমাজের অহংকার। শিক্ষা ও জ্ঞানার্জনের পাশাপাশি নারীরা আজ বিভিন্ন বিভাগে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নারীদের আরও সামনের দিকে এগোতে হবে, আরও আত্মপ্রত্যয়ী হতে হবে।

এসময় তিনি নারী নির্যাতনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, আগের চেয়ে নারীরা এখন অনেক সচেতন। কিন্তু তারপরও নারীদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে। তাই নারী নির্যাতন বন্ধে আমাদের সমাজের নারীদের প্রতিরোধ
গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে সমাদৃত হয়েছেন। কারণ বিশ্ব জানে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, কান্দিগাঁও ইউনিয়নের সদস্য আব্দুল মজিদ, শাহবাজ আহমদ, কাচা মিয়া, আঙ্গুরা বেগম, খোজতেরা বেগম ও কান্দিগাঁও ইউনিয়নের সচিব
তোফায়েল হোসেন প্রমুখ।

আরও বক্তব্যে রাখেন, প্রশিক্ষক ইভা আক্তার লিনা, প্রশীক্ষণার্থীদের পক্ষ থেকে লিজা বেগম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. রায়হান উদ্দিন। অনুষ্ঠান শেষে দক্ষতা অর্জনকালী ২০ জন বেকার যুবতীকে সেলাই মেশিন দেওয়া হয়।

সেলাই মেশিন হাতে পেয়ে প্রশিক্ষণার্থী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, বেকার যুবতীদেরকে দক্ষ করে গড়ে তুলতে ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিলেট জেলা পরিষদের উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে আমরা
স্বাভলম্বী হওয়ার স্বপ্ন দেখছি।

উল্লেখ্য, গত আগস্ট মাসে এ কোর্সের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা

সিলেটভিউ২৪ডটকম / ১৪ অক্টোবর ২০১৯/ প্রেবি/ এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন