আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নিসচা সিলেট জেলার সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ১৩:৩২:৩৬

সিলেট :: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে 'নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা'র মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সিলেট নগরীর উপশহরস্থ শাইনিং জুয়েলস স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নিসচা সিলেট জেলা'র সভাপতি সংগঠক এম.বাবর লস্কর, সহযোগি প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন নিসচা-সিলেট জেলা'র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান।

প্রশিক্ষণের পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাইনিং জুয়েলস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রায়হান আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা শামীমা আক্তার, সিনিয়র শিক্ষক মুক্তিযোদ্ধা সমরেন্দ্র তালুকদার, আব্দুছ ছামাদ, মোশাররফ হোসেন, ফারহানা আক্তার, জিনাতুন্নেছা, ফাতেমা জান্নাত, নাছিমা বেগম, অভিবাবকদের মধ্যে জাবেদ আহমদ চৌধুরী, মহি উদ্দিনসহ শতাধিক শিক্ষার্থী।

এ সময় সকল সপথ করেন আমরা নিজ নিজ অবস্থান থেকে আজ থেকে নিয়ম মেনে সড়কে চলাচলের প্রত্যয় ব্যক্ত করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন