আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এয়ারপোর্ট থানায় প্রস্তুতি সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৬ ০০:৪৫:২১

সিলেট :: আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কমিউনিটি পুলিশিং ডে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিভূতী ভূষন ব্যানার্জী।

এসময় বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানা পুলিশিং কমিটির সভাপতি আব্দুস সামাদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, এয়ারপোর্ট থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এইচ এম এ মালিক ইমন, ইউনিয়ন পুলিশিং এর সভাপতি আফতাব উদ্দীন, সাধারণ সম্পাদক সাবেক মেম্বার তারা মিয়া, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, মহানগর ৪নং ওয়ার্ডের পুলিশিং কমিটির সভাপতি আজিজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সত্তার, জেলা ট্রাকমালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, সালুটিকর বাস মালিক সমিতির সভপতি রিমাদ হোসেন রুবেল, মহানগর ৭নং ওয়ার্ডের পুলিশিং সভাপতি সৈয়দ বাহারুল ইসলাম রিপন, সেক্রেটারী মনিরুজ্জামান মনু, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মো. মতিউর রহমান, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুলিশিং কমিটির সদস্য মনির উদ্দীন কারিগর, ৮নং ওয়ার্ডের পুলিশিং কমিটির সদস্য ইন্তাজ আলী, ইঞ্জিনিয়ার আয়নাল মিয়া প্রমুখ। এসময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন