আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

জমিয়ত নেতা মাওলানা গৌছ উদ্দিন স্মরণে আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৬ ২০:২০:৪৩

সিলেট :: স্বাধীনতার পূর্ববর্তী জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার প্রচার সম্পাদক মাওলানা গৌছ উদ্দিন খান (রহ.) স্মরণে মঙ্গলবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব বিয়ানীবাজার কাকরদিয়া মাইজভাগ জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়৷

জামেয়া ক্বাসিমুল উলুম মেওয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল হামিদ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন।

প্রধান অতিথি বক্তব্যে শায়খ জিয়া উদ্দিন মরহুমের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন বলেন, মশাহিদ বাইয়ূমপুরী (রহ.) এর রাজনৈতিক সচিব হওয়ায় বাইয়ূমপুরী হুজুরের কাছ থেকে তিনি ইসলামিক দীক্ষা লাভ করেন। বিভিন্ন সভা-সমাবেশে বাইয়ূমপূরী হুজুরের অনুপস্থিতিতে মরহুম গৌছ উদ্দিন বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন।

হাদিসভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান করতেন। গৌছ উদ্দিনের ইসলামী মেধা ছিল গর্ব করার মতো। রমজান মাসেই তিনি ১৩ পারা কোরআন শরীফ মুখস্ত করতেন। পরে দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া ক্বাসিমূল উলূম এর শায়খুল হাদিস মাওলানা আসাদ আহমদ, আল-কলম গবেষণা পরিষদের সভাপতি মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আসাদ আল মাহমুদ, মরহুমের ছাত্র মাওলানা শামছুদ্দীন, চাচাতো ভাই ফরিদ আহমদ খান, ডা. ফখরুল ইসলাম, মেম্বার হেলাল আহমদ, ইংল্যান্ড প্রবাসী মাওলানা এনাম উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান, ইউপি সদস্য মাওলানা সালেহ আহমদ, হাফিজ মাছুম আহমদ, হাফিজ মাওলানা রুহুল আমীন খান, ওয়াহিদুর রহমান খান, মোস্তফা আল হাসান খান, আব্দুল কাদির ও এবাদুর রহমান প্রমুখ।
 
সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৯/প্রেবি/জেএসি


শেয়ার করুন

আপনার মতামত দিন